কেমন আছি জানতে চেওনা
বুঝে নিও আমার
অতল জলের গভীরতা...
স্পর্শ করে বুঝতে যেওনা
আমার যৌবনের উত্তাপ,
দেখে অনুমান ক'রো
দু’জনে কতদূর যেতে পারবো...
ভেবো না আমি হৃদয়হীন
বুঝি তোমার অব্যক্ত যন্ত্রণা -
আগে দেশ, পরে তুমি
বিপ্লবীকে প্রেমিক ভেবো না -
তাকে ভালবাসতে পারো – বন্ধুর মতো
প্রেমিক হিসেবে নয়, দুঃখ পাবে...
আমারও তৃষ্ণা তোমার মতো
মাঝে মাঝে হারিয়ে যাই স্বপ্নে -
তোমাকে নিয়ে মেতে উঠি
সৃষ্টির আনন্দে...
হটাৎ গুলির শব্দে আমার স্বপ্নভঙ্গ -
অদূরে কোথাও একটা তাজা প্রাণের
শেষ আর্ত চীৎকার “ব-ন্দে-মা-ত-র-ম”...