হতাম যদি ছোট্ট পাখি
দারুন মজা হতো
এদেশ ওদেশ ঘুরে আমার
সব যে দেখা হতো।


লাগবে না তো পয়সা কোনো
গাড়ি ভাড়ার তরে
পাখনা মেলে যেতাম উড়ে
যেখান খুশি চলে...


পথেই যদি লাগতো ক্ষিদে
খেতাম গাছের ফল
বর্তমানের এই দারিদ্র
হতো না নিশ্চয়।


পাখি হলে যেখান খুশি
রাত্রে যেতাম থেকে
মানুষ বলেই চিন্তা যতো
একটু বাঁচার তরে।।


  **  **  **


রচনাকাল - ১৫/০৭/১৯৯৩