বুকের মধ্যে রোদ্দুর লুকিয়ে রেখে
খুঁজছো তুমি সূর্যকে -
এমন শ্রাবণ দিনে
তুমি সূর্যকে দাও মুক্তি
রোদ্দুর উঠুক, বৃষ্টি থামুক।
সাগরের ঢেউকে দিলে আশ্রয়
তোমার বুকের মধ্যে -
নদী থমকে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
সাগর নদীর সঙ্গমে...
তোমার খরস্রোতা শরীর উন্মক্ত করো
মিলন হোক সাগর-নদী।


বুকের মধ্যে রোদ্দুর লুকিয়ে রেখে
খুঁজছো তুমি সূর্যকে -
তোমার শরীরের বাঁকে বাঁকে তৈরি
এক একটা মোহনা...
সেখানে রোদ্দুর নিতান্তই মূল্যহীন
সব কিছুকে ভাসিয়ে নিয়েই
তোমার আনন্দ, তোমার মুক্তি।