মনের  প্রান্তর  ছুঁয়ে
চলে যায় পথিক -
চোখের পলক ছুঁয়ে
উড়ে যায় কিছু ধূলো...


স্নিগ্ধ হাওয়ায় উদাস বাউল
গান গেয়ে ফেরে ঘরে
মেঠো পথে সবুজ ঘাসে
ছোট্টরা সব খেলা করে -


কাশের বনে দামাল হাওয়ায়
শরৎকালের গন্ধ আসে
মুক্ত বাতাস গ্রামের মানুষ
বুক ভরে নেয় আস্বাদনে


বিশ্ব জুড়ে উষ্ণায়নে
শহর জীবন হাঁপিয়ে ওঠে
গ্রাম্য জীবন সুস্থ জীবন
মুক্ত মনে মুক্ত হাওয়া -


উড়ছে হাওয়া বইছে ধূলো
মেঠো পথে উদাস বাউল
সবুজ ঘাসের গন্ধ মেখে
একতারাটি বাজিয়ে চলে...