জন্মের অধিকারে তুমি হয়েছ জন্মদাত্রী
আমার শরীরে তোমার রক্ত প্রবাহ
জলপ্রপাতের মতো সারা শরীর জুড়ে
তোমার সৃষ্টিতে আমার সবই…


বয়স যখন হল আমার পাঁচ
মাতৃ দুগ্ধ করেছি পান অবিরত
তোমার স্নিগ্ধ ছায়ায় ধীরে ধীরে
উন্মোচিত হচ্ছে আমার শরীর -


এমনি সুখের দিনে বিনা মেঘে
বজ্রপাতের মতো হল বিপর্যয়
গাড়ি দুর্ঘটনায় পঙ্গু হলে তুমি
স্মৃতি ভ্রষ্ট হলে তুমি মা…


বিছানা নিলে চিনলে না কারও
দুধের শিশু করে আর্তনাদ
বিহ্বল দৃষ্টিতে তাকালে তুমি
অচেনা পৃথিবী সবই তোমার কাছে...


আমার জন্য রাখা হল ধাত্রী মা
সন্তান স্নেহে নিল বুকে তুলে
তিন কূলে তার ছিল না কেউ
মাতৃ স্নেহ দিল সে আমায়…


কেটে গেছে বিশটা বছর
ধীরে ধীরে জন্মীদাত্রী মা হল সুস্থ
বুকের মধ্যে জড়িয়ে মা আমাকে
আদরে ভরিয়ে দিল...


সুস্থ হয়েই মা বললে
কাজের মেয়ে যাক এখুনি চলে
ডুকরে ওঠে ধাত্রী মা
যাকে এতো দিন মা বলে এসেছি ডেকে -


বিশটা বছর মা ডেকেছি
দাওনি তুমি সাড়া -
ধাত্রী মা করেছে মানুষ
তোমায় করেছে সেবা।।