গাছের ফাঁকে ঐ দেখা যায়
                         একটি প্রজাপতি
পাখনা মেলে রোদের আলোয়
                         করছে মাখামাখি...


খোকন সোনা ধরবে বলে
                       যেমনি গেল কাছে
অমনি কোথায় মুখ লুকালো
                       ঐ গাছটার আড়ে


ক্ষনেকবাদে আবার দেখি
                       ফুলের উপর বসে
মধুগুলো খাচ্ছে সে তো
                      একলা লুটেপুটে


দুষ্টুমিতে সবার সেরা
                     বুঝলো মনের গতি
তাইতো উড়ে গেল কোথায়
                       দুষ্টু প্রজাপতি।।


       *****


রচনাকাল - ১৬/০৭/১৯৯৩