ক্ষুধার্ত পিঁপড়ে গুলো চলেছে
মিছিলের মতো -
হয়তো বা তারস্বরে বলছে
অন্ন দাও, দাও …


শব্দহীন ধূলো ওড়া পথে
চলেছে মিছিল -
মানুষের মিছিলে গুলিবিদ্ধ হয়
ছিন্ন ভিন্ন হয় মিছিল...


এদিক ওদিক ছোটাছুটি
গুলিবিদ্ধ লাশ পথে পড়ে -
পিঁপড়ের মিছিলও ছত্রভঙ্গ হয়
যখন তারা পদপৃষ্ট হয়
কিংবা নানা ভাবে …
আস্তানার খোঁজে যে কোনো গর্তে
কিংবা …


তখন মানুষ আর পিঁপড়ের
মিছিলের থাকে না ফারাক
পিঁপড়ে চলছে –
মানুষ চলছে –
মিছিল চলছে, মিছিল চলবে ...


         ****
রচনাকাল - ১২/০৯/২০১৫