বৃষ্টি ভেজা রোদ্দুর
নিদ্রাহীন লাজুক দুপুর
খোলা জানালায় পলক হীন চোখ...


ভেসে উঠছে অতীত
তোমার রামধনু রাঙা শরীর
প্রতিটি উপত্যকায় উল্কাপাত…


এখন তুমি ভঙ্গিল পর্বত
সারা শরীর ভিজে, কর্দমাক্ত...


রোদ্দুর কুড়োতে গিয়ে -
মেঘেই হারিয়ে গেলে তুমি...


          ******