খরস্রোতা নদীর জলে
জলপরী খেলা করে
কাছে গেলেই ডুব দিয়ে সে
কোথায় লুকিয়ে পড়ে।


ঐ দেখা যায় ভোরের আলো
শান্ত নদীর জলে
মাঝিরা সব নৌকো নিয়ে
মাঝ দরিয়ায় ছোটে।


মাঝ দরিয়ায় কখন কি হয়
কেউ জানে না ভাই
বুকের মধ্যে ভয়ের কাঁপন
ঝড় তুফানের ভয়।


মাঝ দরিয়ায় উঠল তুফান
গেল গেল রব
বাঁচা মরা সব কিছুতেই
উপরওলার হাত।


       *******