আজও মনে পড়ে, সেবার পূর্ণিমা রাতে
তোমার আমার হয়েছিল দেখা
সে দেখার হয়নি আজও শেষ
নিয়তির নিঠুর খেলায়
আমরা আজ পরাজিত...


কেউ কাউকে পাইনি নিবিড় করে
থেকে গেছে ব্যবধান -
শুধু দেখেছি দু’জন দুজনকে
তোমার আমার হল ভালোবাসা
ঐটুকুই, তারপর ...


সবই থেকে গেছে বাকী
ভালোবাসার ভালো টাকে
বাসা পর্যন্ত নিয়ে যাওয়া হল না...


দু’বাড়ির নানা বাধা, নানা সংস্কার
সব মিলেমিশে আমাদেরকে
ভালোবাসার মানচিত্রে উঠতে দিল না
আজও ব্যবধান, শুধুই ব্যবধান...


         *********


রচনাকাল - ২৪/০৭/১৯৯১