হিমশৈলের নীচে থাকে
জলের সমুদ্র -
দেখতে অনেকটা পেঁজা তুলোর
অবাধ্য পাহাড় ...
যেখানে ধাক্কা খেয়ে
হারিয়ে যায় টাইটানিকের মতো
কতো জাহাজ...


হিমশৈল তুমি, বরফের মতো ঠান্ডা
ঠান্ডা মাথার খুনি -
পথভ্রষ্ট জাহাজ তোমার বুকে
আছড়ে পড়ে...


রাহুর গ্রাসের মতো শত শত
প্রাণ নিয়ে করো জলখেলা
হিমশৈল, তুমি কি মৃত্যুর
আর এক নাম?


      ******
রচনাকাল - ১৪/০২/২০১৪