হেমন্তের শেষ শিশির বিন্দু
এখনো লেগে আছে ঘাসের উপর
পুকুর ধারে শিউলি গাছের নীচে
অজস্র শিউলি ফুল বিছিয়ে …


ছোটবেলায় দেখতাম দিদিরা
শিউলি ফুলের মালা বানাতো
ভীষণ ভাল লাগতো আমার …


সারা কার্তিক মাস জুড়ে
পুকুর ঘাটে সন্ধ্যা প্রদীপ জ্বালাতো
পূজোর পরে শিউলি ফুলগুলো
জলে ভাসিয়ে দিত -
ভীষণ ভাল লাগতো আমার …


দিদিদের বিয়ে হয়ে গেছে
জানি না তাদের মেয়েরা
সন্ধ্যা প্রদীপ জ্বালায় কিনা
কিংবা পুকুর ঘাটে আজও
শিউলি ফুল ভাসায় কিনা?


কতো বদলে গেছি আমরা
হয়েছি অনেক আধুনিক -
কিন্তু শিউলি ফুলের সুবাস
আজও ঠিক আগের মতোই ...


         *******