দিন শেষ হয়ে আসে
মন পড়ে থাকে সকালের দিকে
গতিময় জীবনের উত্তাপ
ক্রমে যায় নিভে।


শীত নেই তবুও
শরীর কাঁপে ...
কেন এই অদৃশ্য হাতছানি?


চন্দন কাঠে আগের সেই সুগন্ধি নেই
তবুও জ্বলবার জন্য উন্মুখ
বাতাস নেই তবুও গন্ধ পাই
পোড়া মানুষের ...


তবে কি সময় সমাগত?
আমি প্রস্তুত, আমি নির্ভীক -
রাতের অন্ধকারে মিলিয়ে যাব
কিছুকাল আগে কিংবা পরে।


        ******


রচনাকাল - ০৮/০৩/১৯৯৫