দেহটা নিয়ে খেলা করলে
সারাটা জীবন ...
আজ তুমি বিগতা যৌবনা
তোমার অস্তিত্ব থেকেও নেই
তুমি মূল্যহীন জীবন্ত শব -


সবাই এখন তোমাকে ঘৃণা করে
যাদের জন্য তুমি সম্ভোগের
তোরণ দরজা খুলেছিলে
তারাই তোমাকে করুণা করে -


দু’টো পয়সার জন্য
দুমুঠো ভাতের জন্য
বাবু, বাবু বলে কতবার ডাকলে
তারা চিনেও না চেনার ভান করে
চলে গেল ...


তোমার বাবুরা, যাদের তুমি
কামনার আগুন নিভিয়েছিলে
সমাজে তারা সম্ভ্রান্ত
আর তুমি কি পেলে?
লাভের ঘরে শুধুই শূণ্য ...


       *******


রচনাকাল - ০৩/০৩/১৯৯৫