সকালের রোদ বড় বেশী নরম
পেঁজা তূলোর মতো
পাখির ছোট্ট ডানার মতো -


তোমার ছোটবেলা কিংবা
আমার ছোটবেলা
এমনি কি নরম ছিল
সকালের রোদের মতো?


হালকা পশমের মতো হেসেছিলে
বলেছিলে – পাগল!


প্রতিদিন সকাল হয়
নরম মিষ্টি রোদ ওঠে
তোমার ছোটবেলার মত।


আমার ছোটবেলা নেই
কৈশোর নেই, যৌবন নেই...
সবটাই চৈত্রের দাবদাহ


সবেতেই হাহাকার -
জন্মেই মাতৃহারা, সবার অবহেলা
ছোটবেলা, আমার ছোটবেলা।।


        ********


রচনাকাল - ২৪/০১/২০০১