অনেকদিন পর তুমি এলে
অতিথি হয়ে, বসবে না?


আগের সে অবস্থা আমার নেই
কি অর্থে, কি শরীরে


তুমি খেলা করতে ভালবাসতে
যৌবন নিয়ে খেলা...


কবি গুরুর ভাষায় –
এখন তুমি ‘বঙ্গের বধূ’


আগের সেই অস্থিরতা নেই
নেই শরীরী ঝোড়ো হাওয়ার শব্দ


এখন তুমি অন্যের ঘরণী
তোমার উজ্জ্বল হাসিতে লেগেছে
সূর্যাস্তের লালা আভা...


কেমন যেন নিষ্প্রভ লাগে তোমাকে
বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দে
নাই বা গেলাম -


যদি অধিকার দাও
প্রশ্ন করবো একটা -
তুমি কি সত্যিই সুখী?


       ******


রচনাকাল - ২২/০৫/১৯৯৫