হাওয়ায় দুলছে কৃষ্ণচূড়া ফুল
হাতের মুঠোয় জ্যোৎস্না ধরা দেয়
অবুঝ মনের অবাধ লুকোচুরি
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে
অতীত ওঠে জেগে...


গুলির শব্দে সারা দেশ উত্তাল
সীমান্তে পারে লাশের পাহাড় জমে
ঘরে ঘরে কান্নার রোল ওঠে
দেশটি হল দু’টি ভাগে ভাগ -


ভালোবাসায় বাঁধা দু’টি মন
ভাগ হল ভালোবাসার জন
আমরা এপার তোমরা ওপার
মাঝে কাঁটা তার
দু’টি মন খুঁজে ফেরে
আজীবন বিচ্ছেদ বেদনায়...


         ********


রচনাকাল - ০৫/০৫/১৯৯৫