চোখে ছিল স্বপ্ন কাজল
অন্ধকার ভেদ করে যাব
এক স্বপ্ন মাখা ভোরে...


মানুষ যেদিন প্রথম গেল চাঁদে
স্বপ্ন দেখা শুরু –
আজও আছি বেঁচে
ধীরে ধীরে স্বপ্ন গুলো
দুঃস্বপ্নে যাচ্ছে ভরে...


যুদ্ধ যুদ্ধ খেলতে গিয়ে
করছি কেবল যুদ্ধ
যুদ্ধে যারা প্রাণ হারালো
আমার তোমার কেউ না কেউ
একটুও কী যায় না থামা
এই যুদ্ধ খেলা -


স্বপ্ন কাজল গেছে মুছে
চোখ তো পরিষ্কার
চারিদিকে তাকিয়ে দেখি
যুদ্ধ ফেরত লাশ।


   *****
(কার্গিল যুদ্ধের পর এই কবিতাটি লেখা)


রচনাকাল - ০৫/০১/২০০১