হাত বাড়ালেই বন্ধু ভেবো না
হাতটা তুমি রেখো আকাশ নীলে
রাতের স্বপ্ন ভোরেই যাবে মুছে


গোপন চিঠি রেখো মণিকোঠায়
নোঙর ফেলো ভালোবাসার বুকে
আকাশ ছুঁয়ে দিব্যি দিলে তুমি


শিশির ভেজা শিউলি ফুলের রাশি
মাড়িও না তুমি রেখো বুকে ধরে
শীতের পরশ লেগেছে লিপস্টিকে


ঠোঁটের ফাঁকে লুকনো অহংকারে
হিমেল হাওয়া লেগেছে তোমার রূপে
মন্ত্র টন্ত্র জানিনা কিছুই নিজে
পূজারী হলাম তোমার রূপে আমি


আমার হাতে রেখো তোমার হাত
জানি না পৌষ মাস
না কি আমার সর্বনাশ ...


        ****