নদী তীরে বসে ছিলে একদিন
দামাল বাতাসে উড়ছিল কেশদাম
অজস্র ঢেউ আছড়ে পড়ছিল
তোমার পায়ের কাছে...


যেন তোমাকে ছোঁয়ার এক
প্রতিযোগীতা চলছে …
ঠিক আগের মতোই
উদাস দৃষ্টিতে চেয়েছিলে
সহস্র জলরাশির দিকে -


নিমেষে অদৃশ্য হয়ে গেলে
আর পেলাম না খুঁজে
ভাবলাম তুমি নিশ্চয়ই জলপরী
নদীর উত্তাল স্রোতে ঝাঁপ দিলাম ...


          *******


রচনাকাল - ০৪/০৮/১৯৯৪