এক চিলতে উঠোনে কেটেছে
আমার শৈশবের দিন রাত্তির
ধীরে ধীরে বেড়ে ওঠা
যুবক থেকে পুরুষ
এক চিলতে উঠোনেই ...


গাছ গাছালির ফাঁক দিয়ে
এক ফালি রোদ্দুর কিংবা
চাঁদের মায়াবী আলো খেলা করে
ভালোবাসার কুঁড়ে ঘরে।


শহুরে জীবনে নেই কোনো
এক চিলতে উঠোন
চার দেওয়ালে বন্দী
শিশুর শৈশব –


নেই কোনো মাটির স্পর্শ
আছে শুধু প্রসাদপ্রম অট্টালিকা
আকাশচুম্বী চাহিদা ...


        ******