আবর্জনার স্তুপ ঘাটছে
কয়েকটা অবোধ শিশু
সারা শরীর জুড়ে
নোংরা মাখামাখি …


অবহেলায় বেড়ে ওঠা শৈশব
প্রতিশ্রুতি দিয়ে যায় সবাই
হয় না কাজ কিছুই –
বস্তির উন্নয়ন …


পৃথিবী জুড়ে শুধুই প্রতিশ্রুতি
শিশুদের শৈশব চুরি হয়
বস্তির বেনোজলে –


দিন আনা দিন খাওয়া শরীরে
অপুষ্টি লুকোচুরি খেলে -
আবর্জনার স্তুপে হাসে শিশু
বস্তি আছে বস্তিতেই
মানুষই তাদের করেছে
অনেক দূর …


    *****