শীত ঘুম ভেঙে গেছে
ভোর পাখিদের
শিশির ভেজা ঘাস গুলো
করছে কলরব -
এক টুকরো রোদ্দুরের জন্যে –


সারা শরীর বেয়ে নামছে
শিশির স্নাত জল
জাতপাত ভেদাভেদ কিছুই নেই
এক সাথে চলমান জীবন...


মাটির বুক চিরে বেরিয়ে আসে
সবুজ ঘাসের দল ...
নেই কোন দাম্পত্য কলহ
সমাজের সেবায় নিবেদিত প্রাণ
সমাজের সব কাজেই
জীবন করেছে দান ...


        ____