আটপৌরে জীবনে কী বা দেবার আছে
দু’মুঠো জুটে যাচ্ছে
এটাই যথেষ্ট নয় কী?


মেদ হীন পেট, লোমশ বুকে
পৌরুষ দাপাদাপি করে
দুমুঠো ভাতের জন্যে
হাড়ভাঙা খাটুনি –
ভোরের সূর্য কখন
দিগন্তে দিয়েছে ডুব…


ছেঁড়া পোশাকে একটুকুও নেই
অদম্য চাওয়া পাওয়া
ওরা জানে দুমুঠো ভাত
ওপর ওয়ালার দেওয়া ...


ভাবলেশহীন ওদের শিশুরা
দাপিয়ে বেড়ায় খোলা আকাশ
নদী, পুকুর, মাঠ …


       *****