কাবেরী, এখন তুমি স্রোতহীন নদী
আছড়ে পড়তে ইচ্ছে করে না
তোমার দেহাতি শরীরের উপর।


একটা সময় তুমি ছিলে উত্তাল …
তোমার বুকে পলি জমতে জমতে
এখন তুমি বাঁজা -


তোমার ঔদ্ধত্য ছিল দেখার মতো
তুমি ভাসিয়ে নিয়ে গেছো
কত জনবসতি, কত …


এখন তুমি বিগতা যৌবনা
অন্য অনেক নদীর মত
তোমার উত্তাল স্রোতে
তৈরী হোক নব সৃষ্টি ধারা
সোনালী ফসলের উৎসব
কিংবা চির বসন্তের গান ...


    *****


রচনাকাল – ২৫/০২/১৯৯৪
( ২২ বছর আগে লেখা )