ওদের মত হাসতে পারি না
হাসিটা যেন ওদের জন্মগত
কিভাবে হাসতে হয় ভুলে গেছি।


হাসতে হাসতে ওরা লাথি মারে
বুট জুতো মুখের কাছে তুলে বলে
পালিশ করে দে …


আর কতদিন, আর কতদিন
এভাবে চলবে …
পালিশ মন পছন্দ না হলে
জুতো সমেত লাথি …


শৈশব খুঁজে ফেরে -
কোনো দিন প্রাণ খুলে
হা হা হা করে হেসেছি কিনা


বাঁকা চাঁদ ডুবে গেছে
চোখ বুজলেই কানে আসে
ওদের অট্টহাসি –
হা হা হা হো হো হো …


     ****


রচনাকাল – ২৮/১২/১৯৯৩
( ২২ বছর আগে লেখা)