অন্তহীন স্বপ্ন দেখে মানুষ
রূপকথা হাজির আমাদের স্বপ্নে
পরিয়ারী মন উড়তে চায়
ব্যঙ্গমা-ব্যঙ্গমী, ময়ূরপঙ্খী, আকাশ রথ -
সবাই হাজির অন্তহীন স্বপ্নে ...


হঠাৎ ভেঙে যায় ঘুম
বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়ে
অন্তহীন স্বপ্ন ...
দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ঠ মানুষ
কোনো ভাবে টেনে নিয়ে চলে
তার জীবন রথ ...


স্বপ্ন দেখতে ভাল লাগে
ঘুম ভাঙলে চোখে পড়ে
ভাঙা ঘরের ফাঁক দিয়ে
এক টুকরো আকাশ দেখা যায়
যেখানে তারাদের মিটি মিটি রাত জাগা
অন্তহীন স্বপ্ন, স্বপ্নই থেকে যায় ...


         ******