শিরদাঁড়া ভেঙে দিয়ে চলে যায় মিছিল
ফুটপাত বলে কিছুই থাকে না
পথ ও ফুটপাত সবটাই
মিছিলে একাকার …


মিছিল থেকে ভেসে আসে শ্লোগান
হাঁটুতে মুখ গুঁজে বসে আছে ফুটপাত
জেহাদি চীৎকারে আকাশ বাতাস মুখরিত
দিতে হবে, দিতে হবে …


ধীরে ধীরে নামে সন্ধ্যা
ধুলো ওড়া রাজপথে
মিছিল গামী মানুষের আবর্জনা -


বুকে পাথর জমার মতো
ফুটপাতের আহত বুকে
লক্ষ মানুষের পদচিহ্ন …


    *****


রচনাকাল – ১৪/০১/২০১৬