বইয়ের পাহাড়ে ডুবে গেছি
মেলার সাগরে মেলা
এটাই কি তবে বইমেলা?


দিগদিগন্ত দিয়ে আসছে
বই পাগল মানুষ
পড়ন্ত শীতের মিঠে রোদ্দুর মেখে
নতুন বইয়ের স্পর্শ
এ এক আশ্চর্য সেতু বন্ধন।


নতুন বইয়ের গন্ধ নিতে
বই প্রেমী মানুষের ঢল নামে
বইমেলার মিলন মেলায়
এ এক মহাণ প্রাপ্তি।


মেলার অন্ত নেই এই বাংলায়
বইমেলা তাদেরই অন্যতম
এত গুণী মানুষের সানিধ্য
অন্য কোনো মেলাতে নেই।


জাতি ধর্ম নির্বিশেষে বইমেলাতেই
লাখো লাখো মানুষের সমাগম
এক বইমেলাই পারে
সত্যিকারের মেলবন্ধন ঘটাতে।।


        ******


রচনাকাল - ০৫/০২/২০১৬