অভিমান করে দাঁড়িয়ে আছে রোদ্দুর
বিদায়ী শীতের রোদ্দুর এমনই
পড়ন্ত বিকেলের হিমেল হাওয়া
শিউলি ফুলের মিষ্টি গন্ধ
এলোমেলো হয়ে যায় স্মৃতি ...


চেনা ঘাসের খেয়ালী আবদারে
উড়ে যায় এক ঝাঁক সাদা বক
ভালবাসাকে উড়িয়ে দিয়েছি
এমনই শীতের সাঁঝ বেলাতে ...


ভোর আকাশে শুকতারা জেগে থাকে
ভালবাসা ওড়ানো যায় না মন থেকে
প্রতিটি স্পর্শের অঙ্গীকার আজও
বুকের পাঁজরে জ্যোৎস্না খেলা করে।।


       *****


রচনাকাল – ০৬/০২/২০১৬