মা
জানি
তোমার
অভিমানী
মুখে আজও
বেদনা তেমনি।
পারিনি নিজে হাতে
এনে দিতে স্বপ্ন সুখ
ভোগ বিলাসের সম্ভার।
বাবাও পারেনি, আমিও না  
দেউলিয়া হয়ে নেমেছি পথে
যা কিছু ছিল গেছে সবই চলে
কতো না রাত অনাহারে গেছে কেটে
গোধূলির ম্লান আলোতে কে যেন ডাকে
নিয়ে যা দু’মুঠো ভাত তোর ছেলের জন্যে।।


         ******


রচনাকাল – ১০/০২/২০১৬