গিয়েছিলাম দীঘার সমুদ্র সৈকতে
সমুদ্রের গর্জন সেখানে নেই
আছে আবিরাম ঢেউ আর ঢেউ ...


ভালবাসা উপছে পড়ে সমুদ্র তীরে
স্নানের দৃশ্য চোখ টানে -
পোশাকে শালীনতা বলতে নেই অনেকের।


সমুদ্র টানে মানুষকে আবহমান কাল
একটু সময়ের জন্যে ভূলে যায়
তাদের সমস্ত সুখ দুঃখ ...


অপরূপ লাগে সমুদ্রে সূর্যদয়
যেন দিগন্ত ভেদ করে
উঠে আসছে এক রক্তিম পৃথিবী ।


কতো মানুষের জীবন ও জীবিকা
একটা সমুদ্র তীরে …
সারা বছরই আগমন ঘটে
ভ্রমণ পিপাসু মানুষের।


সন্ধ্যায় সেজে ওঠে নতুন ভাবে
সারা দীঘা এক আলোক মালায়
নব রুপে উদ্ভাসিত হয়।।


    *****


রচনাকাল – ১৬/০১/২০১৬