মুখ থেকে মুছে যায়নি
রাতের প্রসাধন -
রংচটা দেওয়ালের মতো
মুখে রাতের প্রহসন আঁকা।


ল্যাম্প পোস্টের নিঃঝুম আলোতে
ক্লান্ত জোনাকির ওড়াউড়ি
পুব আকাশে উঁকি মারে
আগামীর আগমন।


শরীরের দাবানল ধীরে ধীরে
প্রশমিত হতে থাকে -
পাপবোধ জন্ম নেয়
রক্তের গোপন আস্তানায়।


বসন্ত বাতাস উঁকি দেয়
ভোরের জানালায়  
রাতের অভিসারী ঘুমন্ত মুখটা
দেবশিশু মনে হয়।।


  *****


রচনাকাল – ০৪/০২/২০১৬