বিয়ে
নয়তো
খেলা ঘর।
তোমার জন্যে
কাঁদি কেন আমি?
ভাল বাসোনি জানি
তবু বিয়ে বিয়ে খেলা
উদাসীন বাতাসে কান্না
অবৈধ্য সম্পর্কের বন্ধন।
যৌবনের বেড়া টপকে তুমি
প্রেমের সেতুবন্ধে আবদ্ধ ছিলে।
এক বিছানায় দাওনি অধিকার
পূর্ণিমা চাঁদ ডুবেই গেছে আনমনে
ভালবাসার তরনী ভেসেছে কোন ভোরে।


            ******