ঝরনার জলে ভিজিয়ে নিয়েছি শরীর
ধুয়ে গেছে পাপের বোঝা -
অকর্মণ্য জীবনে কষ্ট ছিল না
বাপের হোটেলে দু’মুঠো জুটে যেত ।


উদাসীন মেঘের মতো ভেসেছি
স্বপ্নের জাল বুনেছি অসংখ্য
হৃদয়ে যত গোলাপ কুঁড়ি ছিল
উপড়ে ফেলেছি ভালবাসার নামে ।


অনাবৃষ্টির মতো ফসলহীন
তুচ্ছ এ মানব জীবন
গোধূলির ম্লান আলোতে দেখেছি
জোনাকির মিটিমিটি পথ চলা...


নিজের দৈন্য দশা খুব চোখে পড়ে
সবাই কেমন উঠছে উপরে
আর আমি, নামতে নামতে ...
একেবারে অন্ধকার খাদের কিনারে...।।


           ******