বুকের মধ্যে দাপাদাপি করে
উঠোন ছড়ানো রোদ্দুর
অবিরাম ধারায় আলোকিত হয়
শরীরের প্রতিটি অনু-পরমানু ।


বিশুদ্ধ বাতাসে আমোদিত হয়
চোখের পলক …
বুকের মধ্যে লালিত হয়
বিশল্যকরনী গাছ
ভালবাসায় বাঁচিয়ে তোলে
প্রেমের জয়পতাকা …


জ্যোৎস্ন্যা যখন ছড়িয়ে পড়ে
বুকের দিগন্ত রেখায়
দু’টো শরীর অঙ্গীকার করে
ভালবাসার নতুন খেলায় -


নির্জন সমুদ্রে ওঠে বালি ঝড়
তবুও বেঁচে থাকে দু’টো শরীর
বিশল্যকরণী গাছে আছে
ভালবাসার নতুন জীবনী শক্তি ...


        ****


রচনাকাল – ০৫/০৩/২০১৬