তোমার শুকনো মুখে দেখেছি
বাসি ভালোবাসার গন্ধ
বুকে জমে আছে কথার পাহাড়
স্ফুলিঙ্গের মতো উৎসারিত আলো
হারিয়ে গেছে তোমার চোখ থেকে ...


চোখের জল বাষ্প হয়ে উবে গেছে
নীল জোছনায় ভেসেছে
ভালোবাসার গাঁথা মালা -


পায়ের নূপুরের ছন্দ গেছে হারিয়ে
জীবন পথ নদীর বাঁকের মতো
গেছে হারিয়ে …


পুতুল খেলার দিন গুলো
খুব, খুব মনে পড়ে ...
অস্তগামী সূর্যের রক্তিম আভা
ছড়িয়ে পড়েছে তোমার মুখে
শঙ্খচিলের ডানায় নেমে আসে
আজানা অন্ধকার –


ঠোঁট দু’টো থির থির করে কেঁপে ওঠে
দু’চোখে নামে প্লাবন ধারা
চোখের সামনে ভেসে ওঠে
অবাঞ্ছিত অতীত জীবন …


       ******