সূর্য
আকাশ
গ্রহ তারা
সোনা রোদ্দুর
মেঘের ব্যস্ততা
জেহাদি অট্টহাসি
আকাশের মুখ ভার
হয়তো ভাসবে বৃষ্টিতে
মাঝেমাঝে উঁকি দেয় রোদ
নিম্নচাপ  ঘনীভূত  আকাশে
উড়ে বেড়ায় ভয়ার্ত পক্ষীকূল
ঝড় তুফানে ভেসে যায় চরাচর
কোথায় পাবে আশ্রয় হাজারো মানুষ
প্রকৃতির কাছে আমরা কতো অসহায় …


        *****


রচনাকাল – ০৬/০৩/২০১৬