যারা কোনদিন সূর্যের রথে ওঠেনি
ভালবাসার তীক্ষ্ণ ফলায় যারা
দ্বিখণ্ডিত হয়েছে ...


পোশাকে চাপ চাপ রক্ত
শুকিয়ে কখন যে হয়েছে আবীর
লাল, হলুদ, বেগুনী ...


হৃদয়ের উতলা নদীতে
কখন ডেকেছে বাণ
ফ্রক ছেড়ে শাড়িতে
কত বড় একটা নদীর মতো ...


অবাক বিস্ময়ে দেখেছি অপলক
ভাষা হীন স্পর্শের অধিকার
আমার নীরবতা ভেসে গেছে
পাইন বনের গভীরে -


শরীরের উষ্ণ কোলাহল
আগুনের ফুলকির মতো ছড়িয়েছে
ভালবাসার চিলে কোঠায়
তোমার উতলা জলোচ্ছ্বাসে
ভেসে গেছে হৃদয়ের সরোবর ...


          *****


রচনাকাল - ১৪/০৩/২০১৬