দেখা হবে একদিন আমাদের
নির্জন সৈকতে, নববর্ষে –
আজকের মত কোনো এক নববর্ষে।


হরিণীর মত চোখ দুটো তোমার
উজ্জ্বল হাসিতে উদ্বেল
ভোরের সূর্যের মতই পবিত্র
তোমার শরীর –


বসে থাকি একলা আমি
আর এক নববর্ষের অপেক্ষায়
আসবে তুমি আবার …
নির্জন সৈকতে।


একটিবার তোমাকে দেখা
নতুন ভাবে নববর্ষের দিনে -
নববর্ষ এসো বারে বারে
ঠিক তোমার মত নব নব রূপে।।


      ****


রচনাকাল – ১লা বৈশাখ ১৪০৪
       ইং – ১৪/০৪/১৯৯৭
( ১৮ বছর আগে লেখা )