উচাটন বাতাসে শোনা যায় উলুধবনি
বৈশাখী সন্ধ্যায় আলোকিত মঞ্চে
আজ তোমার নবজন্ম –


ভালোবাসা তন্ন তন্ন করে খোঁজে
তোমার শরীরী সুগন্ধ
ভোরের সানাই থামেনি এখনো
গভীর নিশীথে আজ সমর্পণ
তোমার নারীত্বের ...


রক্তিম ঠোঁটে অবগাহন সেরে
ভালোবাসা আজ গর্বিত
জানালায় উঁকি মারে পূর্ণিমা চাঁদ
পালঙ্কে ক্ষত-বিক্ষত রজনীগন্ধা।


পাগলা হাওয়ার মাতামাতি সারারাত
ভেসে যায় দু’টো শরীর
সীমারেখা ছাড়িয়ে বহুদূর ...


    ******