অন্ধকার পথে যেতে হবে বহুদূর
আলোর ঠিকানা খুঁজে পেতে পেতে
হয়ে যাবে ভোর ...
তবুও যেতে হবে আঁধার পরিয়ে
জোনাকীর আলোতে পা গুনে।


আকাশে নেই আজ পূর্ণিমা চাঁদ
ঝোড়ো বাতাসের গন্ধ আসে
অচেনা পথ ধরে ...
রাত পরীদের সাথে একলা
ক্লান্তিহীন পথ চলা।


ভালোবাসার ঝিনুক খুঁজতে গিয়ে
হারিয়েছি চেনা পথ
মনের গভীরে তারার আলোর মত
ঝিকমিক করে অভিমান
তবুও যেতে হবে আঁধার পরিয়ে...


সাঁঝের বালুকাবেলায়
ঝিনুক কুড়িয়ে পাওয়ার মত
ভালোবাসা মরে না কখনও
বেঁচে থাকে সম্পর্কের গভীরে
হোক না যতই আলোকবর্ষ দূরে।


         ******


রচনাকাল - ২৮/০৫/২০১৬