আকাশের লক্ষ লক্ষ শিশুরা
রাত জেগে বসে থাকে
পাহারা দেয় পৃথিবীর
তাদেরকে বলি  ‘তারা’।


গভীর নিশীথে নিদ্রাহীন
রুপোলী আলোক মালায়
বিচ্ছুরিত হয় বিশ্ব চরাচরে
ভালোবেসে অবলীলায় ...


প্রতিটা মুখে লেগে থাকে
হালকা হাসির ফোয়ারা
জোছনা রাতে লাগে না
একফোটাও অমলিন ...


আঁধার রাতে পথিকের
একমাত্র অবলম্বন তোমরাই
রাত জেগে আছে জোনাকি
লক্ষ মাইল দূরের ‘তারাদের’ সাথে।


         *********