নিঃশব্দে চলে যায়
কত না অজানা রাত
জানালায় দাঁড়িয়ে অবাধ্য অতীত
ভালোবাসা ছুঁয়ে আছে
শরৎ মেঘের মতো।


প্রত্যাশার বাঁধনে আকাশ ছুঁয়েছি
খেলাঘরে রেখেছি শৈশব
অতীত কোলাহল থামে না কিছুতেই
চেনা পথ হারিয়ে যায়
স্মৃতি ভ্রষ্ট মানুষের মতো।


সময়ের চেনা গতিতে
দেখেছি জলপ্রপাত –
আঁকাবাঁকা পথ মিশে যায়
গোপন অন্ধকারে ...
অতীত জীবনের প্রান্তরে
পড়ে থাকে না বলা সভ্যতা।


        *******