অক্টোপাসের মত বেঁধোছো আমাকে
জানিনা তবুও ঠিকানা
ট্রেনের মধ্যে হয়েছে পরিচয়
খুঁজে পেয়েছি ভালবাসার ঠিকানা।


ট্রেন ছুটে চলে হু হু করে
প্রান্তর থেকে প্রান্তরে...
কখন পড়েছি ক্লান্তির ঘুমে
কোলাহলে ভেঙেছে ঘুম
চেয়ে দেখি খালি আসনে
অচেনা অনেক মুখ -
নেমে গেছে সে কোনো এক
অজানা স্টেশনে –
দাওনি ঠিকানা হেসেছো শুধুই
ভালবাসা ছড়িয়ে ...


শঙ্খচিল ওড়ে আকাশে
মনের ঠিকানায় দিয়েছি চিঠি
পেয়েছো কিনা আজও জানি না
ভূলতে পারিনি সেই মুখ
আজও তেমনি উজ্জ্বল
গচ্ছিত রেখে গেছো
নীল চোখ দুটো
ভালবাসার ঠিকানায়...


     ****