সময় ছুঁয়ে চলে যায় নদী
সেখানে শ্যাওলা নয় কোনো বাধা
পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে যায় স্রোত ...


জলপ্রপাতের শব্দে ভরে ওঠে
নদীর তৃষ্ণার্ত বুক
নদীর পাণ্ডুলিপি জমা আছে
গভীর সাগরের জলে।


জ্যোৎস্না ভরা রাতে রুপোলী আলো
ছড়িয়ে পড়ে নদীর বুকে
খল্ খল্ শব্দে বয়ে চলে নদী
মনের ক্যানভাসে এঁকে চলি
আকাশ পৃথিবী নদী ...


ঢেউ আছড়ে পড়ে মনের গভীরে
সেখানে রোদ্দুর আসে না
নদী বয়ে চলে আপন মহিমায় ...


       ********