তোমাকে খুশি করতে
পরেছি অভিজাত পোশাক
কারণ তুমি অভিজাত।
মন থেকে পারিনি মুছে দিতে
দারিদ্র্যের নিদারুণ ক্ষত -


সম্পর্কে তুমি আমার সহধর্মিণী
অনাগত অতিথির মতো এসেছিলাম
অভিজাত পরিবারে তোমাকে পড়াতে।


দারিদ্র কখনও ভুলতে দেয়নি
ঘরের অভুক্ত মুখগুলো
কিছু দিন যেতে না যেতেই
তুমিই প্রথম বাড়িয়েছিলে
সম্পর্কের কোমল হাত।


প্রথমেই বলেছিলাম ‘না’
শোনো নি কোনো কথা
তোমাকে ভালো না বেসে পারিনি
কারণ তুমি অপরূপা –


আমার দায়বদ্ধতা দারিদ্রে
সব জেনেও বাড়িয়েছিলে
ঐ দু’খানি হাত।


মেনে নেয়নি কেউই
তোমার অভিজাত পরিবারের লোকজন
তুমি ছিলে একমাত্র মেয়ে
বাধ্য হয়েই রাজি হল পরিবার
শর্ত একটাই – ঘরজামাই ।


তোমার মুখ চেয়ে
মেনে নিলাম সব
সময় চলে যায় সময়ের সাথে
ধীরে ধীরে বাড়িতে যাওয়া
বন্ধ হয়ে গেল আমার।


যদিও পরিবারের অভাব হয়েছে দূর
শ্বশুর মশাই দিয়েছেন
তাঁর ব্যবসার অধিকার।


অনন্ত ব্যস্ততার মাঝে
তুমি দিয়েছো সুখ -
তবু তোমাকে খুশি করতে
পরেছি অভিজাত পোশাক
কারণ তুমি অভিজাত।


মন থেকে পারিনি মুছে দিতে
দারিদ্র্যের নিদারুণ ক্ষত
এ খ ন ও ...


      *****