ছন্দপতন হবার কথা ছিল না
তবুও হল ছন্দপতন –
সারারাত অবিশ্রান্ত বৃষ্টিতে
ধুয়ে গেছে ভালোবাসা
দীর্ঘশ্বাস বুকে জমতে জমতে
আকাশ ভাঙা বৃষ্টি ...


জল থই থই মনটা
উতলা হাওয়ায় ভাসতে ভাসতে
কখন যে স্বপ্নের ছন্দপতন হল
বোঝার আগেই, চেয়ে দেখি
ভালোবাসা দু’কূল ছাপিয়ে
স্বপ্নের মায়াবী স্রোতে ভেসে গেছে -


মাঝিহীন নৌকো ভেসে যায়
মত্ত নদীর বুক চিরে ...
বাদল মেঘের ঘনঘটা
মনকে দিয়েছে দোলা
ছন্দপতন হতেই পারে
ওটাই শেষ কথা নয় জীবনে।


     ********