নদীর বাঁকে বাঁকে জীবনের স্পন্দন
জীবন জীবিকায় লাখো মানুষের বাস
বর্ষায় উত্তাল নদীর সাথে লড়াই
উথাল পাথাল নৌকায় জীবিকার খোঁজে।


খরস্রোতা নদীর বুকে ভেসে চলে
স্বপ্নের সওদাগর হয়ে খুঁজে ফেরে
নদীর একূল ওকূল -
ঝড় তুফানেও জীবন যুদ্ধে
অনন্ত বাঁচার লড়াই ।


গাঙচিল উড়ে বেড়ায় নদীর বুকে
এক বুক অভিমান নিয়ে
দাঁড়িয়ে থাকে কুঁড়ে ঘরগুলো
প্রহর গোনে দুঃস্বপ্নের -


ভরা বর্ষায় জ্যোৎস্না খেলা করে
চলমান নদীর বুকে
অকুত ভয় শিশু ও নারীরা প্রতীক্ষায়
তাদের পরিবারের পুরুষদের জন্যে
যারা উথাল পাথাল মাঝ দরিয়ায় গেছে
নতুন জীবনের সন্ধানে ...


           *******