আমাকে তুমি নিঃস্ব ভেবো না
যতটুকু শরীরে অমৃত ছিল
ইচ্ছে নদীতে সবটা ধুয়ে যায় নি
তৃষ্ণার্ত চাতকের মতো
চেয়ে থেকেছি তোমার দিকে -


ভালোবাসার খোলা মঞ্চে
আজ আমি ক্রীতদাস
অকপটে ডুব দিয়েছি
তোমার চোখের পাতায়
মাঝরাতের আলো আঁধারিতে
চমকে উঠে দেখেছি তোমার রূপ।


ঠিকানা খুঁজতে চেয়েছি রক্তের
উড়ো চিঠি পাওয়ার মতো
পথ চেয়ে থাকি না আর
সোনালী রোদ্দুরে উড়ে যায়
অনুভবের বৈদিক প্রেম
বৃষ্টি ফোঁটায় নামছে আলস্য
টুপ্ টাপ্ টুপ্ টাপ্ ...


      *******